বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

প্রকাশিতঃ ০৪ জানুয়ারি, ২০১৬  

টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হন ১০ জন।

সোমবার ভোর ৪টার দিকে সদর উপজেলার এনায়েতপুরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী।

নিহত মোস্তফা (৩৫) টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকরি গ্রামের তফিল উদ্দিনের ছেলে। তাকে ডাকাত দলের সদস্য বলে দাবি করছে র্যর‌্যাব।

আহত ১০ জনকে গ্রেপ্তারের পর টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ফারুকী।

মহিউদ্দিন ফারুকী সোনার বাংলা ৭১ ডটকমকে বলেন, এনায়েতপুরে ডাকাতি হবে এমন গোপন তথ্য পেয়ে র‌্যাবের একটি দল এলাকায় টহল দিচ্ছিল।

“রাত সাড়ে ৩টার দিকে ওই এলাকার অর্জুন মিয়ার বাড়িতে ১১ জনের একটি ডাকাত দল দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি করে।

“খবর পেয়ে র‌্যাবের টহল দলটি সেখানে অভিযান চালালে ডাকাত দল র‌্যাবের উপর দুইটি হাতবোমার বিষ্ফোরণ ঘটায় ও গুলি চালায়।”

এসময় র‌্যাবও পাল্টা গুলি চালালে ডাকাত দলের এক সদস্য নিহত হয় বলে জানান ফারুকী।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে অস্ত্র, স্বর্ণালংকার, নগদ টাকা