শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নারায়ণগঞ্জে গুলি করে সাড়ে ২৮ লাখ টাকা ছিনতাই

প্রকাশিতঃ ০৫ জানুয়ারি, ২০১৬  

নিজম্ব প্রতিবেদক= নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক মাইক্রোবাস চালককে গুলি করে সাড়ে ২৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার দেওয়ানবাড়ি এলাকায় ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে বলে জানান মাইক্রোবাস আরোহী প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা আবুল বাশার।

গুলিবিদ্ধ রজব মিয়া (৩৬) প্রিমিয়ার সিমেন্ট কোম্পানিতে কর্মরত। তাকে ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে।

আবুল বাশার বলেন, “সোশ্যাল ইসলামী ব্যাংকের ফতুল্লা শাখা থেকে ২৮ লাখ ৪৭ হাজার টাকা তুলে কোম্পানির টয়োটা হায়েস মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ-১৩-৮১৫৭) করে মুন্সীগঞ্জের মুক্তারপুরে কারখানায় ফিরছেন ।

“পথে দেওয়ানবাড়ি এলাকায় একটি মোটরসইকেলে আসা দুই আরোহী মাইক্রোবাসের গতিরোধ করে। আরেকটি একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত মাইক্রোর জানালার কাঁচ ভেঙে চার রাউন্ড গুলি ছুড়ে টাকার ব্যাগ নিয়ে যায়।”

মাইক্রো চালক রজব মিয়ার বা হাতে গুলি লেগেছে। তাকে গুরুতর অবস্থায় ঢাকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান বাশার।

তবে ফতুল্লা মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, গুলি করে নয়, ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাড়ে ২৮ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে।

ছিনতাইকারীদের গ্রেপ্তার ও লুণ্ঠিত টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।