শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মাদ্রাসাছাত্রী অপহরণকারীদের ধরল এলাকাবাসী

প্রকাশিতঃ ১৫ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃনাজপুরে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় লোকজন মাইক্রোবাসসহ ছয় অপহরণকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিরামপুর উপজেলায় থেকে ওই ছাত্রী পাশের নবাবগঞ্জ উপজেলা থেকে উদ্ধার হয়। এ সময় এলাকাবাসী অপহরণকারীদের পিটুনি দেয়।

অপহৃত মেয়েটি এক মাদ্রাসার অধ্যক্ষকন্যা।

ঘটনার শিকার ছাত্রীটির পরিবারের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন
সোনার বাংলা৭১.কমকে জানান, দাখিল পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে অপহরণ করে একটি মাইক্রোবাসে করে অজ্ঞাতস্থানে নিয়ে যাওয়া হচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে মোবাইলফোনে অপহরণের খবর জানিয়ে দিলে নবাবগঞ্জ-রংপুর সড়কের বাজিতপুরে লোকজন মাইক্রোবাসসহ অপহরণকারীদের আটক করে পিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধারসহ অপহরণকারীদের হেফাজতে নেয়।

অপহরণকারীরা হচ্ছে, রংপুর শহরের মাইক্রোবাস চালক লিটন (২৮), কৌশিক আলম (২৮) ও রাশেদ মিয়া (৩০) এবং বিরামপুরের রায়হান কাবিব (২৮), সহোদর ওমর ফারুক (২৭) ও নুরন নবী (২৫)।