মঙ্গলবার ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সেতু মেরামত: ৭ ঘণ্টা পর সিলেটের পথে ট্রেন চলা শুরু

প্রকাশিতঃ ১৮ জানুয়ারি, ২০১৬  

প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর রোববার রাত পৌনে ৯টায় ট্রেন চলাচল শুরু হয় বলে শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানিয়েছেন।

তিনি সোনারবাংলা ৭১.কমকে বলেন, “সেতুটি সাময়িক মেরামতের পর রেল চলাচল শুরু হয়েছে।”

ভানুগাছ স্টেশনের কাছে ১৫৭ নম্বর সেতুতে ফাটলের কারণে বেলা ২টায় সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল।

রেলওয়ের পূর্ব বিভাগের সিনিয়র সহকারী প্রকৌশলী পীযূষ কান্তি রায় বলেন, “সেতুর পাহারায় সার্বক্ষণিক লোক রাখার পাশাপাশি পারাপারের সময় ট্রেনের গতি ৫ কিলোমিটার নির্ধারণ করে দেওয়া হয়েছে।”

সেতুর মূল পিলারের নিচের মাটি সরে পিলারটি কয়েক ইঞ্চি দেবে যাওয়ায় উপরের অংশ ভেঙে গিয়েছিল বলে জানান তিনি।

রেল শ্রমিকরা কাজ করার সময় রেল সেতুর ফাটল নজরে আসে। তখন সিলেট থেকে ছেড়ে আসা এবং সিলেটমুখী ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে থামিয়ে দেওয়া হয়।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গলে, সিলেট থেকে ঢাকামুখী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ভানুগাছ স্টেশনে এবং আরও কটি মালগাড়ি ও লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।