শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ নান্দাইলে ১৪৪ ধারা জারি

প্রকাশিতঃ ২৩ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃ একই স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই পক্ষের সমাবেশ ডাকায় ময়মনসিংহ জেলার নান্দাইলে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।
সংঘর্ষের আশঙ্কায় শনিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টা থেকে অনির্দিষ্টকালের জন্য স্থানীয় মেরেঙ্গা বাজারে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, উপজেলার মুসুল্লী ইউনিয়নের মেরেঙ্গা বাজারে স্থানীয় দলীয় সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের অনুসারীরা বিকেল ৩ টায় সমাবেশ ডেকেছে।
একই স্থানে দলের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন তুহিনের অনুসারীরাও সমাবেশ ডাকে। আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নূর আলম ১৪৪ ধারা জারি করেছেন বলে সোনারবাংলা ৭১. কমকে জানান ওসি।
স্থানীয় সূত্র জানায়, সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করলেও দু‘পক্ষের লোকজনই ওই এলাকায় অবস্থান নিয়েছে।
ওসি আতাউর রহমান সোনারবাংলা ৭১. কমকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।