শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বালুর নিচে চাপা পড়ে ট্রাক শ্রমিকের মৃত্যু

প্রকাশিতঃ ২৯ জানুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃগাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকায় বালুর নিচে চাপা পড়ে এক ট্রাক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত খোরশেদ আলম (৩৮) টাঙ্গাইলের দেলদোয়ার উপজেলার বাসিন্দা।
কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শওকত হোসেন জানান, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দিনগত রাত ১০টার দিকে খোরশেদ আলম ও ট্রাক চালকসহ কয়েকজন টাঙ্গাইলের ভূয়াপুর থেকে বালু নিয়ে কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকায় আসেন।
এসময় বাড়ইপাড়া-জালশুকা আঞ্চলিক সড়কের পাশে ট্রাক থেকে বালু নামানোর সময় ট্রাকটি উল্টে যায়। এতে বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই খোরশেদ আলম মারা যান। তিনি ওই ট্রাকের শ্রমিক হিসেবে কাজ করতেন।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরেমরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।