শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বদরগঞ্জে ১০ জুয়াড়ির জেল-জরিমানা

প্রকাশিতঃ ০৪ ফেব্রুয়ারি, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃ জুয়া খেলার দায়ে রংপুরের বদরগঞ্জ উপজেলায় ১০ জুয়াড়িকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
(৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমল কুমার ঘোষ এ জেল- জরিমানা করেন।
এরা হলেন- খাদেমুল ইসলাম (৩০), শুধু সিং (৪৫), আজিজুল হক (৩৮), জাকিরুল ইসলাম (২৭), সোমরা দাস (২৯), জাহাঙ্গীর আলম (৩০), সামসুল আলম (৩৫), নয়া মিয়া (৪০), নিরঞ্জন (৪০) ও কমল দাস (৪২)।
বদরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর সোনারবাংলা ৭১.কমকে জানান, বুধবার (০৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে জুয়া খেলার দায়ে পৌর শহরের বালুয়াভাটা আদর্শপাড়া আম্বিয়ার মোড় এলাকার সোমরা দাসের বাড়ি থেকে নয় জুয়াড়িসহ সোম দাসকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতের হাজির করলে বিচারক নয় জুয়াড়িকে একশ’ করে মোট নয়শ’ টাকা জরিমানা ও বাড়িওয়ালা সোমরা দাসকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।