বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

তিতাস গ্যাস কূপে হামলার ঘটনায় ৭০ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিতঃ ০৯ ফেব্রুয়ারি, ২০১৬  

নিজস্বপ্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল এলাকায় তিতাস গ্যাস ফিল্ডস’র ২৫ নম্বর কূপের খনন এলাকায় রোববারের হামলার ঘটনায় মামলা দায়ের করেছে গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ। সোমবার বিকেলে অজ্ঞাত ৬০/৭০ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (নিরাপত্তা) জুলফিকার আলী আনছারী।
মামলা সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলা বুধল এলাকায় তিতাস গ্যাস ফিল্ডসএরআওতাধীন ২৫ নম্বর কূপের খনন কাজ চলাকালে ৩০/৩৫টি মোটরসাইকেলযোগে ৬০/৭০ জন অজ্ঞাতনামা একদল দুস্কৃতিকারী প্রধান ফটকে কর্তব্যরত আনসার ও নিরাপত্তা প্রহরীদের বাধা দেয় জোরপূর্বক প্রকল্প এলাকায় প্রবেশ করেন।