মঙ্গলবার ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ৩ ‘ডাকাত’ নিহত

প্রকাশিতঃ ১৩ ফেব্রুয়ারি, ২০১৬  

নিজস্বপ্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গণপিটুনিতে সন্দেহভাজন তিন ডাকাত নিহত হয়েছে। ডাকাতদের হামলায় আহত হয়েছে পাঁচজন।
শনিবার ভোরে জিন্দা এলাকায় এ ঘটনা ঘটে বলে রূপগঞ্জ থানার ওসি মো. মাহমুদুল ইসলামসোনারবাংলা৭১.কমকে জানিয়েছেন।
তিনি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ভোরে জিন্দা এলাকার আব্দুল কুদ্দুস সিকদারের বাড়ি হানা দিয়ে একদল ডাকাত লোকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং দেড় লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে।
ডাকাতরা পালানোর সময় বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসী ধাওয়া করে তিন ডাকাতকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুই ডাকাত নিহত হয়। আহত অন্যজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ডাকাতদের হামলায় বাড়ির গৃহকর্তা আব্দুল কুদ্দুস সিকদার, স্ত্রী জোছনা বেগম, ছেলে ইয়াকুবসহ আহত পাঁচজনকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি সোনারবাংলা৭১.কমকে বলেন, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।
লুট হওয়া মালপত্র উদ্ধার ও অন্য ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানান।
ডাকাতদের লাশ’ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
দুই মাস আগেও নারায়ণগঞ্জের আড়াইহাজারে এলাকাবাসীর পিটুনিতে ৮ ডাকাত নিহত হয়।