শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা

প্রকাশিতঃ ১৫ ফেব্রুয়ারি, ২০১৬  

স্টাফ রিপোর্টারঃ রোববার রাত দেড়টার দিকে আড়াইহাজার-নরসিংদী সড়কের বাঘা নগর সেতুর পাশে এ ঘটনা ঘটে বলে আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান।
তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে আড়াইহাজারের ওসি সাখাওয়াত সোনারবাংলা৭১.কমকে বলেন, গভীর রাতে বাঘা নগর সেতুর পাশে সাত-আটজন ডাকাতের একটি দল এক মোটরসাইকেল আরোহীকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকাপয়সা লুটের চেষ্টা করে।
“এ সময় ওই ব্যক্তির চিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে এসে ডাকাতদের ধাওয়া করে। অন্যরা পালাতে পারলেও একজন জনতার হাতে ধরা পড়ে; তাকে বেদম পেটানো হয়।”
খবর পেয়ে পুলিশ গিয়ে সন্দেহভাজন ওই ডাকাত সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এ নিয়ে গত তিন মাসে নারায়ণগঞ্জে ১২ জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটল।
এর মধ্যে গত শনিবার ভোরে রূপগঞ্জের জিন্দা এলাকায় সন্দেহভাজন তিন ডাকাত গণপিটুনিতে নিহত হন।
গত বছর ১০ ডিসেম্বর এই আড়াইহাজারেই একটি চালের আড়তে ডাকাতি চেষ্টার অভিযোগে আটজনকে পিটিয়ে হত্যা করে জনতা।