শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

পাকিস্তানের ‘টিকে থাকার’ ম্যাচ আজ

প্রকাশিতঃ ২৯ ফেব্রুয়ারি, ২০১৬  

ফাইনালের আশা জিইয়ে রাখতে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। প্রথম ম্যাচে ভারতের সঙ্গে বড় ব্যবধানে হেরে চাপে রয়েছে দলটি। সেই চাপ নিয়েই সোমবার রাতে টুর্নামেন্টের অপেক্ষাকৃত দুর্বল দল আরব আমিরাতের বিপক্ষে নামছে পাকিস্তান।

আরব আমিরাতকে দুর্বল ভাবা হলেও টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে অল্প রানের মধ্যে আটকে রেখে তারা বুঝিয়ে দিয়েছে টি-টোয়েন্টিতে কাউকে দুর্বল ভাবা ঠিক নয়। যে কেউ জিততে পারে।

আজকের ম্যাচ জিতলে পাকিস্তানের শিরোপা লড়াইয়ের আশা টিকে থাকবে। হেরে গেলে অনেকটা বিদায়ের ‍সুর বেজে যাবে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি।

টি-টোয়েন্টিতে এই প্রথম দেখা হলেও দল দুটি আগে তিন ওয়ানডে ম্যাচ খেলেছে। যার সবকটিই জিতেছে পাকিস্তান।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে পাঁচ উইকেটে হেরে যায় পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে মাত্র ৮৩ রানে অলআউট হয় তারা। অন্যদিকে শ্রীলঙ্কা ও বাংলাদেশের কাছে প্রথম দুই ম্যাচে হেরে যায় আরব আমিরাত।

পাকিস্তান চাইছে আজকের ম্যাচ জিতে টুর্নামেন্টে ফিরতে, অন্যদিকে আমিরাতও চাইছে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় পেতে। – See more at: pak_103895