শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

১৫ মার্চের মধ্যে বাড়িওয়ালা-ভাড়াটিয়ার তথ্য থানায় দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)

প্রকাশিতঃ ২৯ ফেব্রুয়ারি, ২০১৬  

নিজস্বপ্রতিবেদকঃ আগামী ১৫ মার্চের মধ্যে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য থানায় দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
এ সময়ের মধ্যে যারা তথ্য দেবেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন ডিএমপি কমিশনার।
সোমবার (২৯ ফেব্রুয়ারি) বিট পুলিশিং নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, হয়রানি নয়, নিরাপত্তার স্বার্থেই বাড়ির মালিক ও ভাড়াটিয়ার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। একইসঙ্গে তিনি নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার ‍আহ্বান জানান।
index_101848এসময় নগরবাসীর কাছ থেকে তথ্য সংগ্রহের জন্য বিট পুলিশিংয়ের প্রতি গুরুত্বরোপ করে তিনি বলেন, এতে পুলিশের প্রতি সাধারণ জনগণের আস্থা বাড়বে।