শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিতঃ ০২ মার্চ, ২০১৬  

স্টাফ রিপোর্টারঃ 2015_11_26_10_35_25_lT14kLWXZEwsSFaWIdZbg87aDUaMXX_original: সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিহত বেনজির আলী (২৫) জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের ধুলু আলীর ছেলে।

৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জুনাইদ আলম খান জানান, বুধবার ভোর অনুমান সাড়ে ৩টার সময় মো. বেনজির আলীসহ কয়েকজন গরু আনতে গেলে ভারতীয় অংশের ঘাংনীপাড়া এলাকায় পশ্চিমবঙ্গের মালদা জেলার ২০ বিএসএফের চাঁদনীচক ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে তিনি গুরুতর আহত হয়। পরে গুলিবিদ্ধ বেনজিরকে তার সাঙ্গীরা উদ্ধার করে বাড়ি নিয়ে আসলে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ৯ বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের প্রস্তাব জানিয়ে ২০ বিএসএফের চাঁদনীচক ক্যাম্পকে চিঠি দেয়া হয়েছে।