শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চবি সাংবাদিক সমিতি সভাপতির কক্ষ ভাঙচুর-লুটপাট

প্রকাশিতঃ ০৩ মার্চ, ২০১৬  

শারমীন আক্তারঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সাংবাদিক সমিতির সভাপতি ফারুক আব্দুল্লাহর কক্ষ ভাঙচুর ও লুটপাট চালিয়েছে দূর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় আলাওল হলের ২০৯ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

চবি সাংবাদিক সমিতির সভাপতি ফারুক আব্দুল্লাহ বলেন,‘গত কয়েকদিন ধরে সাংবাদিক সমিতির প্রকাশনার কাজে শহরে অবস্থান করছি। এ সুযোগে বৃহস্পতিবার রুমের তালা ভেঙে ওই কক্ষে থাকা ল্যাপটপ, দুইটি আইরন, একটি রাইস কুকার, একটি কম্বল, একটি রেকর্ডারসহ বিভিন্ন জিনিসপত্র সব লুট করে নিয়ে যায় দূর্বৃত্তরা।

তিনি আরো বলেন,‘ সমাজতত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোবাশ্বের আহমেদ ও রাজনীতি বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফ লুটপাটরে কাজটি করেছে।’

এ ঘটনায় হলের সিনিয়র হাউসটিউটর বখতেয়ার উদ্দিন ও ওই হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয় প্রক্টর এবং উপাচার্যকে জানানো হয়েছে বলে জানান তিনি ।

অভিযোগের ব্যাপারে আলাওল হলের প্রভোস্ট ড. মো. শফিউল আলম সোনারবাংলা ৭১.কমকে= বলেন,‘ অনেকদিন ধরে তারা হলে না থাকার কারণে দুই শিক্ষার্থীকে বরাদ্দ দিয়েছিলাম। তারা আজ সকালে এসে কক্ষে উঠতে চাইছিল।’

ভাঙচুর ও লুটপাটের বিষয়ে কিছু জানেন না বলে তিনি জানান ।