মঙ্গলবার ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মিরপুরে প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়েছে

প্রকাশিতঃ ০৬ মার্চ, ২০১৬  

ঢাকা: এশিয়া কাপের ফাইনাল ম্যাচে শুরু হওয়ার আগে মিরপুরে প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়েছে। ঝড়বৃষ্টি এত বেশি যে কাভার দিয়ে মাঠ ঢেকে রাখা সম্ভব হচ্ছে না। কাভারের চারিদিকে গাড়ির টায়ার দিয়ে রাখা হলেও তা উড়িয়ে নিয়ে যাচ্ছে।

স্টেডিয়ামে যারা খেলা দেখতে উপস্থিত হয়েছে তাদের বেশিরভাগ ভিজে গেছে। তবে, যারা ছাউনির নিচে রয়েছে তাদের খুব একটা সমস্যা হয়নি।

এই ঝড়বৃষ্টি শুরুর আগে মিরপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। তখন মাঠ কাভার দিয়ে ঢেকে রাখা হয়। কিছুক্ষণ পর বৃষ্টি থামলে কাভার উঠিয়ে ফেলা হয়। তার কিছুক্ষণ পরই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়।

এর আগে আবহাওয়া অফিস সূত্রে বলা হয়েছিল, সন্ধ্যা সাত টায় মূষলধারে বৃষ্টি হতে পারে। আধা ঘণ্টা স্থায়ী এ বৃষ্টি মিরপুরের ফাইনাল ম্যাচের ওপর প্রভাব পড়ার কথাও জানিয়েছিল।

রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বহুল আলোচিত ফাইনালে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ-ভারতের।

আবহাওয়া দপ্তরের দায়িত্বরত আবহাওয়াবিদ রিপন চন্দ্র সরকারKate-Winslet-Titanic-58-696x333 বলেন, সাতটার দিকে ৩০ মিনিট মূষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এখন কালবৈশাখী মৌসুম অল্প সময়ে বেশি বৃষ্টি হয়।