শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ব্রাহ্মণবাড়িযা কসবায় মিতু হত্যা খুনীদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

প্রকাশিতঃ ১১ মার্চ, ২০১৬  

নিজস্ক প্রতিবেদক:10264888_1701801463432227_9187816853709175851_n-768x576 ব্রাহ্মণবাড়িযার কসবায় স্কুল ছাত্রী খাদিজা মনি মিতুর হত্যার প্রতিবাদে বৃহম্পতিবার দুপুরে মানববন্ধন ওবিক্ষোভ সমাবেশ হয়েছে।
মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কসবা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে কসবা ইমাম প্রি-ক্যাডেট স্কুল,আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক,মানবাধিকার
কর্মী,রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন
শ্রেণী -পেশার মানুষ এ কর্মসূচি পালনকরেন।উপজেলা স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা বিভিন্ন সড়কপ্রদক্ষিণ শেষে সুপার মার্কেট চত্বর গিয়ে
শেষ হয়। কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী সভাপতি সহ সমাবেশে বক্তব্য রাখেন কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এমজি

হাক্কানী, ইমাম প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ জয়নাল আবেদীন, কসবা আর্দশ উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক এবিএ মহুমায়ন কবীর, কসবা পুরাতন বাজার
ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন,কসবা যুবদলের
সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কসবা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সভাপতি সাংবাদিক মোবারক হোসেন নাছির, প্রথম আলোর প্রমুখ। অনুষ্টানটি
পরিচালনা করেন , কসবা হিউম্যান রাইটসরিভিউ সোসাইটির সাধারণ সম্পাদক রাসেল । গত ৫মার্চ শনিবার সকালে স্কুল ছাত্রী খাদিজা মনি মিতুকে অপহরণ করে
হত্যা করা হয়েছিল। খুনী মাসুকসহ তিন জনকে পুলিশ গ্রেফতার করে।