শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি উদ্ধার

প্রকাশিতঃ ১৩ মার্চ, ২০১৬  

নিজস্বপ্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়ায় যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।
শনিবার রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের পুনিয়াউট এলাকায় অভিযান চালিয়ে এসব আতশবাজি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবী হোসেন সোনারবাংলা৭১.কমকে জানান, ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ আতশবাজি নিয়ে একটি পিকআপভ্যানে আখাউড়া সীমান্ত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও র‌্যাবের দুটি দল শহরের পুনিয়াউট এলাকায় অবস্থান নেয়।
pic-madhabpur-10-10-15-1-450x338“রাত ৯টার দিকে ওই পিকআপভ্যানটি পুনিয়াউটে আসামাত্র পুলিশ ও র‌্যাব সদস্যদের দেখে চালক পিকআপভ্যান ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ১৯ হাজার প্যাকেট ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়।
এসময় আতশবাজি বহনকারী ওই পিকআপভ্যানটিকেও (ঢাকা মেট্রো-ন- ১১-৭৪৬৩) জব্দ করা হয় বলে জানান ওসি।