মঙ্গলবার ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশিতঃ ১৫ মার্চ, ২০১৬  

আজ মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে মেয়েদের টি২০ বিশ্বকাপের পর্দা উঠছে। বেঙ্গালুরুর চেন্নাস্বামী স্টেডিয়ামে ইতোমধ্যে টস নামক ভাগ্য পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জাহানারা আলম। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অপরদিকে টসে হেরে আগে ব্যাট করছে স্বাগতিক ভারত।

প্রসঙ্গত, বাংলাদেশের মেয়েরা এ নিয়ে দ্বিতীয়বারের মতো টি২০ বিশ্বকাপে খেলছেন। বছর দুয়েক আগে আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বমঞ্চে খেলেছিলেন জাহানারা-সালমারা। এবার তাদের মূলপর্বে খেলতে হয়েছে বাছাইপর্বে উত্তীর্ণ হয়ে। ভারতে চলমান বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান ‘বি’ গ্রুপে। এখানে জাহানারাদের প্রতি2016_03_15_15_48_20_7V5tUuInAdOMteSn6T5Yhc7cRQllIP_originalপক্ষ পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক ভারত।

মূলপর্বের আগে ভারতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে জাহানারার দল শ্রীলঙ্কার কাছে পরাজিত হয় ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ওই ম্যাচে আয়ারল্যান্ডকে সালমা-আয়েশারা উড়িয়ে দেন ৮ উইকেটের বড় ব্যবধানে।

বাংলাদেশের একাদশ: জাহানারা আলম (অধিনায়ক), আয়েশা রহমান, শারমিন আকতার, সানজিদা আলম, রুমানা আহমেদ, নিগার সুলতানা, লতা মণ্ডল, সালমা খাতুন, ফাহিমা খাতুন, নাহিদা আকতার ও খাদিজাতুল কুবরা।

ভারতের একাদশ: মিথিলা রাজ (অধিনায়ক), ভেলাস্বামী ভানিথা, স্মৃতি মান্ধানা, হারমানপ্রীত কাউর, বেদ কৃষ্ণমূর্তি, আনুজা পাতিল, ঝুলন গোস্বামী, শিখা পান্ডে, সুষমা ভার্মা, পুনম যাদব ও রাজেশ্বরী গায়াক্বাদ।