বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

নিজামীর সঙ্গে দেখা করতে আইনজীবীরা কাশিমপুরে

প্রকাশিতঃ ১৬ মার্চ, ২০১৬  

ঢাকা: মৃত্যুপরোয়ানা শোনার পর জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করতে কাশিমপুর কারাগারে গেছেন তার ছেলে ও আইনজীবীরা। আপিল বিভাগের ফাঁসির রায় পুনর্বিবেচনার শেষ ধাপ নিয়ে নির্দেশনা জানতেই এই সাক্ষাৎ বলে জানা গেছে। বিধি অনুযায়ী নিমাজীকে আজ থেকে ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হবে।

বুধবার দুপুর সেড় টার দিকে কাশিমপুর কারাগার পার্ট-২ এর কারাফটকে ঢোকেন নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান এবং মশিউল আলমসহ কয়েকজন আইনজীবী। পরে তারা কারাগারের ভেতরে যান।এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা কারাগারের ভেতরেই ছিলেন।

কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, দুপুর সোয়া ১টার দিকে নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান ও তার আইনজীবী মশিউল আলমসহ আরো কয়েকজন তার সঙ্গে দেখা করতে আবেদন জানান। আমরা সে আবেদন মঞ্জুর করলে দেড়টায় কারাগারের ভেতরে ঢোকেন তারা।

সকালে মৃত্যু পরোয়ানা শোনার সময়ই নিজামী কারা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, তিনি আপিল মামলার চূড়ান্ত পূর্ণাঙ্গ রায়ের রিভিউ চেয়ে আবেদন করবেন।