শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বৈঠকে চলছে বিএনপি নেতাদের চুলচেরা বিশ্লেষণ

প্রকাশিতঃ ১৭ মার্চ, ২০১৬  

ঢাকা : দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এ বৈঠকে কাউন্সিল নিয়ে নেতারা চুলচেরা বিশ্লেষণ করছেন।

বৈঠকের শুরুতেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, ‘বিদায়ী স্থায়ী কমিটির নেতাদের বেগম খালেদা জিয়া ধন্যবাদ জানিয়েছেন। দীর্ঘ ছয় বছর নানা প্রতিকূলতার মধ্যে থেকে নেতারা দায়িত্ব পালন করেছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘কাউন্সিলের প্রস্তুতি সম্পর্কে স্থায়ী কমিটিতে অবহিত করা হয়েছে। নিয়ম অনুযায়ী স্থায়ী কমিটি যাচাই-বাছাই শেষে কাউন্সিলের মাধ্যমে তা পাস করা হবে।’

তিনি বলেন, ‘কাউন্সিল সম্পন্ন করতে নেতারা নির্দেশনা দিবেন। গঠনতন্ত্রের সংশোধনী কাউন্সিলের সময় জানানো হবে।’

দায়িত্ব পালনের জন্য খালেদা জিয়া সাংবাদিকদেরও ধন্যবাদ জানিয়েছেন বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

বৈঠকে উপস্থিত আছেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহববুবুর রহমান, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, এমকে আনোয়ার, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়।

বৈঠকে আসন্ন কাউন্সিল ও কাউন্সিল পরবর্তী সরকারবিরোধী আন্দোলনে রাজনৈতিক কৌশল ঠিক করা হতে পারে বলে জানা গেছে।2016_03_17_22_02_23_7CYfRLWzmpowAvV83MNDL5OCO0ON1a_original