শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দুর্নীতি-দুঃশাসন চরম আকার ধারণ করছে

প্রকাশিতঃ ১৯ মার্চ, ২০১৬  

ঢাকা: দেশে দুর্নীতি-দুঃশাসন চরম আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিএনপির ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘দেশে আজ ন্যায় বিচার নেই। জানমালের কোনো নিরাপত্তা নেই। দেশের জনগণ চরম দুর্দিন অবস্থান করছে। এমন অবস্থা সৃষ্টির জন্য বর্তমান সরকার দায়ী। বর্তমান সরকার জনগণের ভাগ্যউন্নয়নে কোনো ভূমিকা রাখছেনা। তারা মেতে আছে দমননীতি নিয়ে।সরেকারের ক্যাডার বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের হত্যা-গুম অপহরণে মেতে উঠেছে।’

এসময় সুখী, সমৃদ্ধ, আধুনিক ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দলের পক্ষে ভিশন’২০৩০ ঘোষণা করেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, ‘বিশ্ব এখন বদলে গেছে। কিন্তু মেধা ও দক্ষতা থাকা সত্বেও আমাদের দেশ এখনও পিছিয়ে। দেশে নাগরিকদের জানমালের নিরাপত্তা নেই। জাতি হিসেবে আমাদের বর্তমান এখন সঙ্কটে আর ভবিষ্যৎ অন্ধকার-অনিশ্চিতে। এ পরিস্থিতিতে জাতিকে দেখাতে হবে নতুন দিক-নির্দেশনা।’ বিএনপির কাউন্সিলই সেই পথ দেখাবে বলে মন্তব্য করেন তিনি।

বিরোধী দলে থেকেও বিএনপি দেশকে এগিয়ে নেয়ার রাজনীতি করে এসেছে দাবি করে খালেদা জিয়া বলেন, ‘বিএনপি সবসময়ই গঠনমূলক সমালোচনা ও পরামর্শ দিয়ে এসেছে। কিন্তু কখনো ক্ষমতাসীন দলের ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।’

2016_03_19_11_49_00_tUkZK9uFtBagcS6qjtyxH98thl0rq7_original