শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ব্রাসেলস বিমানবন্দরে হামলা চালিয়েছিল দুই ভাই

প্রকাশিতঃ ২৩ মার্চ, ২০১৬  

ব্রাসেলসের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার সঙ্গে জড়িত দুইজনের পরিচয় উদ্ধার করেছে পুলিশ। বেলজিয়ামের এক সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, ওই দুই ব্যক্তির নাম খালিদ ও ব্রাহিম এল বাকরাউয়ি। তারা সম্পর্ক দুই ভাই। মঙ্গলবার বিমানবন্দরে আত্মঘাতী হামলা চালাতে গিয়ে ওই দুইজন নিহত হয়েছেন।

আরটিবিএফ নামের ওই সংবাদ মাধ্যমটি বলছে, পুলিশ ওই দুইজন সম্পর্কে আগে থেকেই জানত। কেননা ক্রিমিনাল রেকর্ডে তাদের নাম রয়েছে। তিনজন মিলে মঙ্গলবার ওই হামলা চালিয়েছিল। তাদের সঙ্গে থাকা তৃতীয় ব্যক্তিটি পালিয়ে গেছেন। তাকে খুঁজছে পুলিশ।
আরটিবিএফ আরো জানাচ্ছে, খালিদ এল বাকরাউয়ি মিথ্যা পরিচয়ে রাজধানী ব্রাসেলসে ফরেস্ট এলাকায় একটি ফ্লাট ভাড়া নিয়েছিল। গত সপ্তাহে প্যারিস হামলার মূল হোতা সালেহ আবদেসলামকে ধরার জন্য তার বাড়িতে তল্লাশি অভিযান চালানোর সময়ই খালিদের বিষয়ে জানতে পারে পুলিশ। ওই তল্লাশির সময়ই তারা খালিদের আঙ্গুলের ছাপ সনাক্ত করে। গত শুক্রবার ওই অভিযানে সালেহ আবদেসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবারের ওই হামলায় ৩৪ জন নিহত ও আরো আড়াইশ জন আহত হয়েছে। এ ঘটনায় বেলজিয়ামে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।