শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঝিনাইগাতী সীমান্তে বন্যহাতির আক্রমণে নিহত ৩

প্রকাশিতঃ ১৪ অক্টোবর, ২০১৬  

শেরপুর প্রতিনিধি : জেলার ঝিনাইগাতী সীমান্তে আবারও বন্যহাতির আক্রমণে এক গৃহবধূসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পানবর গ্রামের সুন্নত আলীর স্ত্রী আয়তুন্নেছা (৪৫) এবং পার্শ্ববর্তী গুরুচরণ দুধনই গ্রামের দুই কৃষক শাহ মাহমুদ আলীর ছেলে আব্দুল হাই (৫০) ও মৃত ছামিউল হকের ছেলে কালা জহুরুল (৫৫)। এ সময় বন্যহাতির তাণ্ডবে বেশ কয়েকটি ঘরবাড়ি ভাংচুরসহ কমপক্ষে ৫ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শী ও বনবিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একদল বন্যহাতি ওই গ্রামে খাবারের সন্ধানে ধান ক্ষেতে নামে। এ সময় গ্রামবাসী মশাল জ্বালিয়ে হাতিরদলকে তাড়া করলে হাতির দল আশপাশের ঘরবাড়িতে হামলা চালায়। এতে ঘরের ভিতর লুকিয়ে থাকা আয়তুন্নেছাকে হাতিরদল পায়ে পৃষ্ট করে হত্যা করে। এরপর হাতিরদল কালা জহুরুল ও আব্দুল হাইকে আক্রমণ করে হত্যা করে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
hati-1উল্লেখ্য, এ নিয়ে গত ৪১ দিনে বন্যহাতির আক্রমণে শেরপুর সীমান্তে সাতজন নিহত হলেন। সীমান্ত গ্রামগুলোতে এখন হাতি আতঙ্ক বিরাজ করছে।