শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জঙ্গিবাদেরা সন্তানদের মস্তিস্কে ঢোকার চেষ্টা করছে: আসাদুজ্জামান নূর

প্রকাশিতঃ ২৮ জানুয়ারি, ২০১৭  

মাদারীপুর প্রতিনিধি:
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, রাজধানীর হলি আর্টিজনের জঙ্গি হামলার ঘটনায় শিক্ষিত-সচ্ছল পরিবারের ৫ জন সন্তান ঠান্ডা মাথায় ২০ জন মানুষকে হত্যা করেছে। বাংলাদেশে যে জঙ্গিবাদ জন্ম নিয়েছে, সেই জঙ্গিবাদেরা সন্তানের মস্তিস্কে ঢোকার চেষ্টা করছে। এ বিষয়ে সকলকে সর্তক থাকতে হবে। শনিবার বেলা ১২টায় ১৪কোটি টাকা ব্যয়ে মাদারীপুরে জেলা শিল্পকলা একাডেমীর ৩তলা ভবনের উদ্ধোধন অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এ কথা বলেন।
আসাদুজ্জামান নূর আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা প্রয়োজন। যারা গান গাইছেন, কিংবা কবিতা লিখছেন সবাই কিন্তু সংস্কৃতি চর্চা করছেন। আর যারা এগুলো শুনছেন তারা সৃজনশীলতার মধ্যে রয়েছেন। সন্তানকে সংস্কৃতি মনা তৈরী করতে বাবা-মাকে তার সন্তানের প্রতি বিশেষ নজর দিতেও বলছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।
এ সময় প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান, বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আকতারী মমতাজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ^াস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ অনেকে।