মঙ্গলবার ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মোরেলগঞ্জে হত্যার পর স্ত্রীর মুখে আগুন, ঘাতক স্বামী আটক

প্রকাশিতঃ ১২ এপ্রিল, ২০১৭  

জেলাপ্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে নুপুর বেগম (২১) নামে এক গৃহবধূকে হত্যা করে আগুনে ঝলসে দেওয়ার ঘটনায় ঘাতক স্বামী সোলায়মান শরীফকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর আজ বুধবার(১২এপ্রিল) বেলা সাড়ে ১১টা দিকে তাকে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে।
হত্যাকাণ্ডের ২৮ দিন পরে মঙ্গলবার মুন্সিগঞ্জ থেকে সোলায়মানকে গ্রেফতার করে মোরেলগঞ্জ থানা পুলিশ।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তারক বিশ্বাস জানান, সোলায়মান তার স্ত্রী নুপুর বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে নুপুরের মুখমণ্ডল ঝলিয়ে দেয়। ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর জন্য সোলায়মান এই কৌশল অবলম্বন করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
গত ১৩ মার্চ রাত ৮টার দিকে সোলায়মান শরীফ তার স্ত্রীকে হত্যা করে মুখমণ্ডল আগুনে ঝলসে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নুপুরের পিতা নাসির উদ্দিন জোমাদ্দার ৩ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার রাতেই সোলায়মানের পিতা অলিয়ার শরীফকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।