শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভয়ঙ্কর ২ বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ

প্রকাশিতঃ ২৯ এপ্রিল, ২০১৭  

বিশেষ প্রতিবেদক:সুন্দরবনের ভয়ঙ্কর আরো দুটি বনদস্যু বাহিনী আত্মসমর্পণ করেছে।আজ শনিবার(২৯এপ্রিল) বেলা সড়ে ১০ টায় পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আলিফ ও কবিরাজ বাহিনীর ২৫ জন সদস্য আত্মসমর্পণ করেন।
এ সময় বনদস্যুরা ৩১টি আগ্নেয়াস্ত্র ও বিপুল সংখ্যক গোলবারুদ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেন। এরআগে সুন্দরবন দাপিয়ে বেড়ানো জাহাঙ্গীর, মাস্টার, মজনু, ইলিয়াস, খোকা বাবু ও ছোট রাজু বাহিনীসহ বিভিন্ন বাহিনী আত্মসমর্পণ করেছে। র‌্যাব-৮ এর উপ -অধিনায়ক মেজর আদনান কবির এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।