শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

প্রকাশিতঃ ১৯ মে, ২০১৭  

লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের সদস্য মো. রাসেল ওরফে কালা রাসেল নিহত হয়েছেন।
আজ শুক্রবার(১৯মে) ভোরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া চাটখীল সিমান্তবর্তী এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।
নিহত রাসেল নোয়াখালীর চাটখিলের চয়ানী টকবা গ্রামের আব্দুল করিমের ছেলে। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে রয়েছে।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, রাসেলকে গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে অস্ত্র উদ্ধার করতে যায় পুলিশ। এ সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিতে রাসেলের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। নিহত রাসেলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন উত্তর জয়পুর গ্রামের কবিরাজ বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি ও ১১পিস ইয়াবাসহ মো. রাসেল ওরফে কালা রাসেল ও মো. বাবলু নামে দুইজনকে আটক করে পুলিশ। আটক বাবলু জয়পুর গ্রামের নুরুল আমিনের ছেলে।