বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৬ খুনের আসামি‘ ঢাকায় গ্রেফতার

প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারি, ২০১৯  

অনলাইন প্রতিবেদক: পার্বত্য চট্টগ্রাম রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমা ও ইউপিডিএফ(গণতান্ত্রিক) এর প্রধান তপন জ্যোতি চাকমা বর্মাসহ পাহাড়ের ছয় হত্যাকাণ্ডের অন্যতম আসামি আনন্দ প্রকাশ চাকমকে (৫৮)কে গ্রেফতার করেছে র‌্যাব।
গতকাল রোববার( ২৪ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাবের একটি দল ঢাকার শেরেবাংলা নগরের স্টাফ কলোনিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-২ কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানিয়েছেন।আগারগাঁও স্টাফ কলোনিতে মেয়ের বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। গত বছরের ৩ মে নানিয়ারচর উপজেলা পরিষদে যাওয়ার সময় চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়। ৪ মে তার শেষকৃত্যে যাওয়ার পথে হামলায় তপন জ্যোতি চাকমা বর্মাসহ পাঁচজন নিহত হন।পাহাড়ে আলোচিত ওই ছয় খুনের ঘটনায় দায়ের করা মামলায় আনন্দ প্রকাশ চাকমা অন্যতম আসামি। র‌্যাব-২ জানিয়েছে, হত্যাকাণ্ডের পরপরই আনন্দ প্রকাশ চাকমা আত্মগোপনে যান।