শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু!একই পরিবারের চারজন আহত

প্রকাশিতঃ ২৬ এপ্রিল, ২০১৯  

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বারান্দার ঝুলন্ত বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। আরও আহত হয়েছেন একই পরিবারের আরও চারজন।

শুক্রবার( ২৬শে এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার মহানগর উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উত্তর পাড়ার ছমির আলীর স্ত্রী আশুরা খাতুন (৬০) ও তার ছেলে ওমর আলী (২৮)।

আহতরা হলেন, ছমির আলী(৬৫), তার পুত্রবধূ কাকুলী খাতুন (২৩), রুবিনা খাতুন(৩০)ও আব্দুল কাদের (৪০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কাজ করার সময় বাড়ির বারান্দায় ঝুলন্ত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন গৃহবধূ রুবিনা খাতুন। তাকে বাঁচাতে বাড়ির অন্য সদস্যরা ছুটে এলে তারাও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশুরা খাতুন ও তার ছেলে ওমর আলীকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা:মাহমুদ বিন হেদায়েত জানান, হাসপাতালে আনার আগেই আশুরা খাতুন ও ওমর আলীর মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণি মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান,