শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে নিহত ৩

প্রকাশিতঃ ১৮ এপ্রিল, ২০২০  

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর, দিরাই ও শাল্লা উপজেলায় আকস্মিক বজ্রপাতে তিন ব্যক্তি নিহত হয়েছেন।

আজ শনিবার(১৮ই এপ্রিল) সকালে হাওড়ে ধানকাটার সময় বজ্রপাতে তারা মারা যান।

পুলিশ জানায়, জগন্নাথপুর উপজেলার হলদিপুর ইউনিয়নের নলুয়ার হাওরে গরু ছড়াতে গিয়ে বজ্রপাতে এক কৃষক মো. শিপন মিয়া(৩৫) নিহত হয়েছে। তিনি ইউনিয়নের বাউধরন গ্রামের মৃত তবারক উল্ল্যার ছেলে।

এছাড়া, শাল্লা উপজেলার নারায়নপুর গ্রামে বাজারে যাওয়ার সময় বজ্রপাতে শংকর সরকার(২৮) নামের এক যুবক নিহত হন।

অন্যদিকে, দিরাই উপজেলার উদগল হাওরে ধান কাটার সময় তাপস মিয়া(৪৫) নামের একশ্রমিক মারা যান। তার বাড়ি হবিগঞ্জের জলসুখা গ্রামে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, একে এম নজরুল হোসেন ও শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।