বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে, একই পরিবারের তিনজনসহ নিহত ৭

প্রকাশিতঃ ০৮ আগস্ট, ২০২০  

জেলা প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশার একই পরিবারের তিনজনসহ ৭ জন নিহত হয়েছেন।

আজ শনিবার (০৮ আগস্ট) বিকেল ৪টার দিকে ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের মুক্তাগাছা উপজেলার মানকোন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের নয়াপাড়া গ্রামের নূর মিযা (৩৩), তার স্ত্রী তাসলিমা আক্তার (২৯), তাদের মেয়ে লিজা আক্তার (১০), টাঙ্গাইলের মধুপুর উপজেলার সোলাকুড়ি গ্রামের সাইদুল হক (৫০), নরু মিয়া (৫৫), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মলাজানি গ্রামের নজরুল (৩৩), একই উপজেলার সিএনজিচালক আলাদুল হক (৩০)। তারা সবাই সিএনজির আরোহী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেল ৪টার দিকে ,রাজিব পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো- ব-১১-৮৩০৪) জামালপুরের দিকে যাচ্ছিল।পথে বাসটি মুক্তাগাছার মানকোন এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও একই পরিবারের তিনজনসহ সাতজনের মৃত্যু হয়।

মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। বাসটিকেও আটক করা হয়েছে।