শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ : মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১

প্রকাশিতঃ ১০ সেপ্টেম্বর, ২০২০  

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আরও দুই মুসল্লি মৃত্যুবরণ করেছেন। তারা হলেন নজরুল ইসলাম ও শেখ ফরিদ। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়াল।

আজ বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল।এর আগে সকালে আব্দুস ছাত্তার (৪০) নামের আরো একজনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে গত শুক্রবার এশার নামাজের সময় ওই বিস্ফোরণের ঘটনার পর মোট ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে এখন পর্যন্ত ৩১ মারা গেছে। আর মাত্র একজন সুস্থ হয়ে বাড়ি ফেরেন।