শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

প্রকাশিতঃ ১৫ এপ্রিল, ২০২১  

জেলা প্রতিনিধি: ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে সায়েম (৭), আহাদ (৭) এবং জিহাদকে (৮) নামে তিন শিশু নিহত হয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) বুধবার (১৪ এপ্রিল) দুপুরে নগরীর জয়নুল আবেদীন সংগ্রহশালা সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে তাদের মৃত্যু হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের টিম লিডার মজিবুর রহমান।

নিহতরা সবাই নগরীর সানকিপাড়া মহল্লার বাসিন্দা। শহিদুল ইসলামের ছেলে জিহাদ, হাবিবুর রহমান রতনের ছেলে আহাদ এবং নাসির উদ্দিনের ছেলে সায়েম।

তিনি বলেন, ‘বুধবার দুপুর ২টার দিকে নগরীর জয়নুল আবেদীন সংগ্রহশালা সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদের পানিতে পাঁচ শিশু গোসল করতে নামে। এদের মধ্যে তিন জন পানিতে তলিয়ে গেলে বাকিরা চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’