বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আখাউড়ার ব্যবসায়ী ভৈরবে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

প্রকাশিতঃ ২৫ মে, ২০২১  

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ২০ কেজি গাঁজাসহ জুরু মিয়া (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।গ্রেপ্তারকৃত জুরু মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার জাংগাল গ্রামের মৃত জিলন মিয়ার ছেলে।

সোমবার (২৪ মে) দিনগত রাতে র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এ তথ্য জানান।

এর আগে সোমবার (২৪ মে) সকালে উপজেলার দূর্জয় মোড় নূরানী মসজিদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান চালিয়ে পিকআপ ভ্যানসহ তাকে গ্রেপ্তার করা হয়।  

সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ মে) সকালে ভৈরবের দুর্জয় মোড় নূরানী মসজিদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী একটি পিকআপভ্যানের গতিরোধ করে তল্লাশি করা হয়। সে সময় পিকআপভ্যানটি থেকে ২০ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী জুরু মিয়াকে গ্রেপ্তার করা হয়।আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।