বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

শিবগঞ্জে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাত, নিহত ১৭

প্রকাশিতঃ ০৪ আগস্ট, ২০২১  

জেলা প্রতিনিধি:উত্তরবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে বরযাত্রীবাহী নৌকার ওপর বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

আজ বুধবার(৪আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলাস্থ পাকা ইউনিয়নের পদ্মা নদীর আলিমনগর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকা তের রশিয়া গ্রামের মহবুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজনগর-ডাইলপাড়ার মৃত সৈয়ব আলীর ছেলে তবজুল আলী (৭০), তাঁর স্ত্রী জামিলা বেগম (৫৮), ছেলে সাদল আলী (৩৫), একই এলাকার জামাল উদ্দিনের মেয়ে লেচন (৫০), সূর্য নারায়ণপুর গ্রামের ধুনু মিয়ার ছেলে সজীব আলী (২২), কালুর ছেলে আলম (৪৫), মোস্তফার ছেলে পাচু (৪০), ফাটাপাড়ার সাদেকুল ইসলামের স্ত্রী টকি বেগম (৩০), চরবাগঙাডা গোঠাপাড়ার সাত্তার আলীর ছেলে সোহবুল (৩০), চর সূর্য নারায়নপুরের টিপুর স্ত্রী বেলি বেগম (৩২), মহারাজনগর ডাইলপাড়ার রফিকুল ইসলামের ছেলে বাবুল (২৬), সূর্য নারায়ণপুরের বাবু আলীর স্ত্রী মোসা. মৌসুমী বেগম (২৫), বাবু ডাইং এলাকার টিপু সুলতান (৪৫), মহারাজনগরের বাদল আলীর ছেলে বাবু (২০) ও সুন্দরপুরের সেরাজুল ইসলামের ছেলে আসিকুল ইসলাম (২০)। এ ছাড়া অপর একজন নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা সূত্রে জানা গেছে,বরযাত্রী নিয়ে যাওয়ার সময় বৃষ্টি নামলে উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকার দুড়াউড়ি ঘাট এলাকার একটি টিনের ঘরে তারা আশ্রয় নেয়। এ সময় বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাকিব-আল-রাব্বি এসব তথ্য নিশ্চিত করে জানান, বরপক্ষ চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর ইউনিয়নের জনতারহাট থেকে শিবগঞ্জের পাকা যাচ্ছিলেন। বৃষ্টি শুরু হলে পদ্মা পার হয়ে আলিমনগর ঘাটের তেলিখালিতে একটি চালার নিচে আশ্রয় নেন তারা। এসময় বজ্রপাতে হলে ১৭জন নিহত ও ছয়জন আহত হন। রফিক ও মনির কনেপক্ষের। তারা বরযাত্রীদের এগিয়ে নিতে ঘাটে এসেছিলেন।