শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আজ থেকে সৌদির ওমরাহ ভিসা আবেদন জমা শুরু

প্রকাশিতঃ ০৯ আগস্ট, ২০২১  

অনলাইন ডেস্ক: পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুক এমন বিদেশি মুসলমানদের কাছ থেকে আজ সোমবার (৯আগস্ট)থেকে ‘ওমরাহ ভিসা আবেদন’ নেওয়া শুরু করছে সৌদি আরব। কভিডের টিকার পূর্ণ ডোজ নিয়েছেন এমন ব্যক্তিরাই আপাতত সুযোগ পাচ্ছেন। তবে বাংলাদেশের জন্য এই সুযোগ এখনো অনিশ্চিত।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম গতকাল রবিবার (৮আগস্ট)সন্ধ্যায় বলেন, বাংলাদেশ থেকে ওমরাহ পালনের ক্ষেত্রে এখনো প্রক্রিয়াগত বেশ কিছু বিষয় বাকি আছে। যেমন ধর্ম মন্ত্রণালয় থেকে ওমরাহ এজেন্সিগুলোর তালিকা প্রকাশ করা হবে। তালিকা প্রকাশের পর বলা যাবে কত দিন লাগবে। ওই তালিকা এখনো প্রকাশ হয়নি।

বাংলাদেশের দিক থেকে দেরি হচ্ছে কি না জানতে চাইলে হাব সভাপতি বলেন, এখনো প্রক্রিয়া বাকি আছে। চুক্তি করতে হবে। সৌদি সরকার সোমবার থেকে ওমরাহ ভিসা আবেদন নেওয়া শুরু করবে। তারা আসলে বাংলাদেশ বা দূরের দেশগুলোকে বোঝায়নি। সৌদি আরবের ভেতরের ও উপসাগরীয় দেশগুলোর হজ ও ওমরাহযাত্রীরা ছাড়া অন্য দেশগুলো থেকে সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু প্রক্রিয়া আছে। চুক্তি করতে হয়। এগুলো করে সামনে এগোতে হবে।

তিনি বলেন, সৌদি এজেন্সিগুলোর সঙ্গে বাংলাদেশি এজেন্সিগুলোর এখনো চুক্তি হয়নি। ওই চুক্তির পরই ওমরাহর বিষয়ে ব্যবস্থা।