মঙ্গলবার ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভারতীয় পাঁচ হাজার পিস অ্যাম্পল ইনজেকশনসহ আটক ৩

প্রকাশিতঃ ২৮ সেপ্টেম্বর, ২০২১  

জেলা প্রতিনিধি:দিনাজপুরের নবাবগঞ্জে পাঁচ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ অ্যাম্পল (বুপ্রেনরফিন ইনজেকশন)-সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন—বিরামপুর উপজেলার বিজুল নলিয়ারপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে হাবিব (২৬), একইর (ধোপাওটা) গ্রামের ছাকেরুল ইসলামের স্ত্রী শান্তনা খাতুন (২৭) ও পাশ্ববর্তী ফুলবাড়ি উপজেলার জামাদ্দানী গ্রামের মাসুদ রানার স্ত্রী রোকেয়া বেগম (৩০)।

এব্যাপারে নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সীমান্তবর্তী পাশ্ববর্তী উপজেলা বিরামপুর থেকে তিনজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এমন সংবাদে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার বিনোদনগর ইউপির কাঁচদহ ব্রিজের (পশ্চিম পাশে) ওপর থেকে পাঁচ হাজার পিস অ্যাম্পল (বুপ্রেনরফিন ইনজেকশন)-সহ শান্তনা, রোকেয়া ও হাবিবকে গ্রেপ্তার করা হয়। আটকদের নামে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।