বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

বাঞ্ছারামপুর মেঘনা নদীতে স্পিডবোট-ট্রলার সংঘর্ষে পরিবার পরিকল্পনা পরিদর্শকসহ নিহত ২

প্রকাশিতঃ ৩১ অক্টোবর, ২০২১  

বিশেষ সংবাদদাতা; ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপউপজেলায় মেঘনা নদীতে যাত্রীবাহী স্পিডবোট ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ফরিদ মিয়া (৪৫) ও মাহাবুবুর রহমান জুয়েল (৩৫)নামে দুইজন নিহত হয়েছেন।আহত হয়েছে ৮ জন।

শনিবার (৩০ অক্টোবর)রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেঘনা নদীত মরিচাকান্দি লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন—নরসিংদীর সদরের সঙ্গীতা এলাকার জুলফু মিয়ার ছেলে ফরিদ মিয়া ও জুয়েল বাঞ্ছারামপুর উপজেলার হোসেনপুরের খুরশিদ মিয়ার ছেলে।মাহাবুবুর রহমান জুয়েল উপজেলার সলিবাবাদ ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শক ছিলেন ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার রাতে যাত্রীবাহী স্পিডবোটটি ১০/১২ জন যাত্রী নিয়ে নরসিংদী থেকে মরিচাকান্দি নৌঘাটে যাচ্ছিল। পথে একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত অবস্থায় উদ্ধারের পর ঢাকায় নেওয়া পথে জুয়েলের এবং নরসিংদী নেওয়ার পথে ফরিদ মিয়ার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন,ঘটনার পর থেকে স্পিডবোট চালককে খোঁজে পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।