বুধবার ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার,নির্বাচন আচরন বিধিমালা ভঙ্গ করার অপরাধে জরিমানা

প্রকাশিতঃ ২৪ নভেম্বর, ২০২১  

জেলা প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর, সরাইল ও নবীনগররে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার এবং মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাচন আচরন বিধিমালা ভঙ্গ করার অপরাধে জরিমানা করা হয়।

গতকাল মঙ্গলবার(২৩নভেম্বর) আসন্ন বাঞ্ছারামপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ১০টি নির্বাচনী ইউনিয়নের মধ্যে সদর ও উজানচর ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শুভাশীষ চাকমা বাঞ্ছারামপুর থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করার অপরাধে ০৩ জন প্রার্থীকে সর্বমোট—১৩,০০০/—
টাকা জরিমানা করা হয়।

একেই সময় সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট জনাব সামিন সারোয়ার এর নেতৃত্বে সরাইল থানা পুলিশের
সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিভিন্ন ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থীদের ০২টি হর্ন ব্যবহার, বড় ব্যানার ব্যবহার, দেওয়ালে পোষ্টার লাগানো, প্রার্থীর ছবি সম্বলিত টি-শার্ট তৈরীসহ নির্বাচনী আচরণ বিধি লংঘন করার অপরাধে ২৯টি মামলায় মোট ২৯ জন প্রার্থীকে ২,২৫,০০০/— টাকা জরিমানা করা হয়।

এবং নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল বাকী এর নেতৃত্বে নবীনগর থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লাউর ফতেহপুর, জিনোদপুর ও ইব্রাহীমপুর ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার ও মহিলা
মেম্বারসহ মোট ২১ জনকে নির্বাচনী আচরণ বিধি লংঘন করার অপরাধে সর্বমোট ২,১০,০০০/ জরিমানা করা হয়।

এছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে সরাইল থানার বিভিন্ন
ইউনিয়নে থানা পুলিশ অভিযান পরিচালনা করে নোয়াগাঁও ইউনিয়ন হতে ০২টি রাম দা, ০৮টি বল্লম, ০২টি দা, ০৭টি কোচ, ০৪ টি লাঠি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। নবীনগর থানা বিভিন্ন ইউনিয়নে থানা পুলিশ বিশেষ অভিযান
পরিচালনা করে রসুল্লাবাদ ইউনিয়ন হতে ০৬ টি এক কাইট্টা, শ্যামগ্রাম ইউনিয়ন হতে ০৯ টি টেটা,  সাতমোড়া ইউনিয়ন হতে ২০ টি টেটা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার২৩নভেম্বর)রাতে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ত্র উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ অভিযান চালানো হয়।