বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

নারী গ্রাম পুলিশকে শ্লীলতাহানি; ইউপি সচিবের এক বছরের কারাদণ্ড

প্রকাশিতঃ ০৮ ডিসেম্বর, ২০২১  

জেলা প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক নারী গ্রাম পুলিশকে শ্লীলতাহানির অভিযোগে মোশারফ হোসেনকে (৪২) নামের এক ইউপি সচিবকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী এ দণ্ড দেন। সে উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের সচিব।

সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পরিষদ ফাঁকা থাকায় পরিষদের দু’তলায় একটি রুম ঝাড়ু দেয়ার কথা বলে ওই নারী গ্রাম পুলিশকে রুমে নিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে মোশারফ। এ সময় ওই নারী চিৎকার করলে এক মহিলা ইউপি সদস্য তাকে উদ্ধার করেন। পরে লোকজন ঘটনাস্থল থেকে সচিব মোশারফকে আটক করে। এ ঘটনায় ওই সচিবকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, নারী মহল্লাদারকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে কালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোশারফ হোসেনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।