শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নাসিরনগরে ৩০ জন নিবন্ধিত জেলে পরিবারের মধ্যে ভেড়া বিতরণ

প্রকাশিতঃ ১০ ডিসেম্বর, ২০২১  

জেলা প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বৃহত্তর কুমিল্লা জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার ৩০ জন নিবন্ধিত জেলে পরিবারের মধ্যে ভেড়া বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর)দুপুরে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে স্থানীয় মৎস্য ভবন চত্বরে ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ।

উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শুভ্র সরকারের পরিচালনায় ভেড়া বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ মোঃ তারেক।

অনুষ্ঠানে উপজেলার ৩০ জন নিবন্ধিত জেলেকে এক জোড়া করে ৬০টি ভেড়া প্রদান করা হয়।