শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আশুগঞ্জে ২ হাজার ৯১০ পিস ইয়াবা ও৮৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিতঃ ১৬ ডিসেম্বর, ২০২১  

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ২ হাজার ৯১০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৩ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ দেড় হাজার টাকাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

বুধবার (১৫ডিসেম্বর)সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আখাউড়া উপজেলার শিবনগর উপজেলার মোঃ রুবেল-(২৭) ও মোঃ শওকত আলী-(২৪)। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৫ডিসেম্বর)দুপুরে র‌্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র‌্যাব সদস্যরা আশুগঞ্জ টোলপ্লাজায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।