বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীলঙ্কাকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিতঃ ২০ ডিসেম্বর, ২০২১  

অনলাইন ডেস্ক:সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল টুর্নামেন্টে শ্রীলংকাকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে স্বাগতিকরা।

রোববার (১৯ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগ পর্বের শেষ ম্যাচে শাহেদা আক্তার রিপা ও আফেইদার হ্যাটট্রিকের সুবাদে শ্রীলংকাকে ১২-০ গোলে হারিয়ে শীর্ষ দল হিসেবে ফাইনালের টিকিট কাটেন মারিয়া মান্দা, আঁখি খাতুনরা।

বুধবার ফাইনালে স্বাগতিকদের প্রতিপক্ষ ভারত।ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল লাল-সবুজের মেয়েদের। মাত্র দুই মিনিটের মাথায় বক্স থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন স্বপ্না রানী (১-০)।

মিনিট পাঁচেক পর বাঁ প্রান্ত দিয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দলকে দ্বিতীয় গোল উপহার দেন ঋতুপর্ণা চাকমা।

১৬ মিনিটে ডান প্রান্ত দিয়ে ঢুকে তৃতীয় গোলটি করেন শাহেদা আক্তার রিপা। ৪৩ মিনিটে আঁখির বাড়িয়ে দেওয়া বল গোলকিপারের মাথার উপর দিয়ে জালে জড়ান ঋতুপর্ণা।

৪৮ মিনিটে বক্সের বাইরে থেকে দূলপাল্লার শটে আরও একবার শ্রীলংকার জাল কাঁপান আঁখি খাতুন। পরের মিনিটে বাংলাদেশকে আরও এগিয়ে দেন রিপা।

৫৪ মিনিটে দূর থেকে ডান পায়ের শটে বাংলাদেশের সপ্তম গোলটি করেন আফেইদা। ৭০ মিনিটে বক্সের প্রায় ৪০ গজ দূর থেকে দারুণ শটে গোলকিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন আফেইদা।

৭৭ মিনিটে আনুচিং মোগিনীর গোলে ব্যবধান দাঁড়ায়। মিনিট চারেক পর বাঁ প্রান্ত দিয়ে দূরপাল্লার শটে হ্যাটট্রিক পূর্ণ করেন আফেইদা।

৮৬ মিনিটে দলের হয়ে ১১তম গোলটি করেন উন্নতি খাতুন। পরের মিনিটে বক্সের ভেতর জটলায় বল পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়িয়ে ম্যাচের দ্বিতীয় হ্যাটট্রিক করেন রিপা।