শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সরাইলে ৮০ নারী বিভিন্ন মেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ

প্রকাশিতঃ ২০ ডিসেম্বর, ২০২১  

জেলা প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সোমবার উপজেলার অরুয়াইল ইউনিয়নের ৮০ নারী বিভিন্ন মেয়াদী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেছেন। তাদের কেউ কেউ ৩ বছর মেয়াদী ও কেউ কেউ ১০ বছর মেয়াদী জন্মনিরোধ পদ্ধতি গ্রহণ করেন।

আজ সোমবার(২০ডিসেম্বর)সকালে অরুয়াইল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে তারা সার্জারীর মাধ্যমে এই জন্মনিরোধ পদ্ধতি গ্রহণ করেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অরুয়াইল ইউনিয়নের ৮০জন নারী সার্জারীর মাধ্যমে জন্মনিরোধ পদ্ধতি গ্রহণ করেছেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মিয়া বলেন, সেবা ও সপ্তাহ উপলক্ষে অরুয়াইল ইউনিয়নের ৮০ জনসহ গত তিন দিনে উপজেলায় ১৫০ জন নারীকে দীর্ঘ মেয়াদী জন্ম নিয়ন্ত্রণের আওতায় আনা হয়েছে। বাকী ৩ দিনে আরো ১৫০ নারীকে এই পদ্ধতির আওতায় আনার টার্গেট রয়েছে।