শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নাসিরনগরে কৃষি অফিসের উদ্বোধন

প্রকাশিতঃ ২৮ ডিসেম্বর, ২০২১  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা কৃষি অফিস ভবনের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ডিসেম্বর)সকালে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য বি.এম. ফরহাদ হোসেন সংগ্রাম নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিন্ময় অপু’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক মুন্সী তোফায়েল হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাকিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলে ইয়াজ আল হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ তারেক। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, কৃষক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ তারেক জানান, ১ কোটি ১৮ লাখ ৯৫০ টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত বিভাগের তত্ত¡াবধানে উপজেলা কৃষি অফিস ভবন ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের দ্বিতীয় ভবনের কাজ করা হয়েছে।