মঙ্গলবার ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাঞ্ছারামপুরে জেলা পরিষদের অর্থায়নে দরিদ্রদের মাঝে চাল বিতরণ

প্রকাশিতঃ ৩১ ডিসেম্বর, ২০২১  

জেলা প্রতিনিধি:করোনাভাইরাস মোকাবেলায় দরিদ্র ও কর্মহীন শতাধিক মানুষের মাঝে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অর্থায়নে চাল বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামে এসব চাল বিতরণ করা হয়। এসব চাল পেয়ে দরিদ্র ও কর্মহীন মানুষেরা ভীষণ খুশি। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং জেলা মহিলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সনি আক্তার সুচির উদ্যোগে জেলা পরিষদের অর্থায়নে এসব চাল বিতরণ করা করা হয়। জেলা পরিষদের ত্রাণ সামগ্রী পেয়ে দরিদ্র ও কর্মহীন মানুষ বেশ খুশি।

এসময় জেলা পরিষদের প্যানেল সনি আক্তার সুচি ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব:) এবি তাজুল ইসলাম ও জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলমের পরামর্শে তিনি এসব সামগ্রী বিতরণ করেন।

উল্লেখ্য গত এক সপ্তাহে নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন এলাকায় ৫৫০ জন দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।