শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ষষ্ঠ ধাপে নবীনগরে ৭ ইউপিতে চেয়ারম্যানসহ ৩৮৫ জনের মনোনয়নপত্র দাখিল

প্রকাশিতঃ ০৪ জানুয়ারি, ২০২২  

জেলা প্রতিনিধি: ষষ্ঠ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ৭টি ইউনিয়নের অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৬১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল সোমবার।এদিন বিকেল ৫টা পর্যন্ত ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬১ জন, সাধারণ সদস্য পদে ২৪৪ জন, সংরক্ষিত নারী আসনে ৮০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে নাটঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ৩৫ জন, সংরক্ষিত নারী আসনে ৯ জন। বড়াইল ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩৪ জন, সংরক্ষিত নারী আসনে আটজন। কৃষ্ণনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সাধারণ সদস্য পদে ৩১ জন, সংরক্ষিত নারী আসনে ১২ জন। কাইতলা (দক্ষিণ) ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, সাধারণ সদস্য পদে ৩০ জন, সংরক্ষিত নারী আসনে ১০ জন।

বিটঘর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৮ জন, সাধারণ সদস্য পদে ৫২ জন, সংরক্ষিত নারী আসনে ১৫ জন। শিবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৩৭ জন, সংরক্ষিত নারী আসনে ১৮ জন। বিদ্যাকুট ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন, সংরক্ষিত নারী আসনে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ ব্যাপারে নবীনগর উপজেলা নির্বাচন অফিসার আজগর আলীর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করে বিকেল ৫টা পর্যন্ত মোট ৩৮৫ জন প্রার্থী শান্তিপূর্ণভাবে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।