মঙ্গলবার ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ৯ই রমজান, ১৪৪৫ হিজরি

নির্বাচনে যেসব এলাকায় অনিয়মের অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: ইসি মাহবুব তালুকদার

প্রকাশিতঃ ১১ জানুয়ারি, ২০২২  

বিশেষ প্রতিনিধি:নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, চলমান নির্বাচন নিয়ে আমি সন্তুষ্ট, আবার অসন্তুষ্ট। আমার সন্তুষ্ট হওয়ার প্রকাশ খুব কম। অসন্তুষ্ট হওয়ার প্রকাশটাই বিভিন্ন সময় বেশি।

আজ মঙ্গলবার (১১জানুয়ারি)সকাল ১১টায় শাহজাদপুর উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ইসি মাহবুব তালুকদার বলেন, ‘আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও আইনানুগ হয় সেটা করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রচেষ্টা চালাচ্ছি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন শেষ নির্বাচন। ওই নির্বাচন আমি নিজে পরিদর্শন করব।’

মাহবুব তালুকদার আরো বলেন, সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনে যেসব এলাকায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, সেসব এলাকায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামী দিনে যারা নতুন নির্বাচন কমিশনার হিসেবে আসবেন তারা পরবর্তী নির্বাচন সুষ্ঠু করতে জেলা-উপজেলা পর্যায়ে নির্বাচন সংশ্লিষ্টদের আরো বেশি প্রশিক্ষণের ব্যবস্থা নেবেন।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহার সভাপতিত্বে সভায় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন- রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সিরাজগঞ্জ অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোবারক হোসেন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহামুদ খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান শেষে মাহবুব তালুকদার রবীন্দ্র কাছারিবাড়ি ও জাদুঘর এবং সাহিত্যিক বরকতুল্লাহ ডিগ্রি কলেজ পরিদর্শন করেন।