শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় এতিমখানায় হামলা, ৩১ শিশু আহত,আটক ২

প্রকাশিতঃ ১৪ জানুয়ারি, ২০২২  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কলেজপাড়ায় মদিনাতুল তাহফিজ একাডেমি ও এতিমখানায় ঢুকে ৩১ শিশুকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার(১৩জানুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকা সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। 

আহতরা হলেন-সালমান ফারসি (৯), নাদিম (১০), ওসমান (১০), সামাউন (১০), আব্দুলাহ (১৩), জাকারিয়া (৯), ইব্রাহিম ( ১৫), সাইদুল ইসলাম (১১), ফরহাদ (৯), মুজ্জামেল (১৪), জাহিদ (১৩), জুনায়েদ (১৩), ইয়ামিন (৯), ইসমাইল (১১), আমির হামজা (১২), ওমর ফারুক (১০), আসাদ উল্লাহ (১২), রিফাত (১৩), ওয়াসিম (১২), সিয়াম (১৩), ফজলে রাব্বী (১৪), সালমান (১৭), তোফাজ্জল (১৩), রেদুয়ান (১০), মোবারক (১৪), সালমান ফারসি (১৬), আকিব (৮), তানভীর (১৪), সিয়াম (১৪), আশরাফুল (১০), রাকিব (১০)। 

এ বিষয়ে এতিমখানার পরিচালক হাফেজ ইমরান বলেন, এতিমখানার শিশুরা পাশে খালি জায়গায় খেলাধুলা করছিল। এসময় স্থানীয় এক ছেলের উপর বল পড়ে। এনিয়ে তর্কবিতর্ক হয়। শিশুরা মাগরিবের নামাজের আগে এতিমখানায় ফিরে এসে ওজু করে নামাজের প্রস্ততি নিচ্ছিল। এসময় দলবেধে নারী-পুরুষ এতিমখানায় হামলা করে শিশুদের পিটিয়ে আহত করে। এছাড়া শিশুদের খাবারসহ মালামাল লুট করে নিয়ে গেছে। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, হামলার ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। শিশুদের চিকিৎসা শেষে মাদরাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা এই ঘটনায় ফয়সাল (৩৫) ও জাহিদুল ইসলাম (৩২) নামের দুইজনকে আটক করেছি।