শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

​​​​​​​আখাউড়ায় স্বাস্থ্যবিধি না মেনে মুখে মাস্ক না পড়ার দায়ে ২৫ জনের জরিমানা

প্রকাশিতঃ ২৫ জানুয়ারি, ২০২২  

স্টাফ রিপোর্টার:ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাস্থ্যবিধি না মেনে মুখে মাস্ক না পড়ার দায়ে ২৫জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার(২৫ জানুয়ারি)সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মোগড়া বাজার এলাকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী পরিচালক মোঃ সাইফুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে পথচারী, বিভিন্ন দোকানের ক্রেতা-বিক্রেতাসহ বিভিন্ন যানবাহনের ২৫ জন চালককে ৪৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলামসহ থানার পুলিশের একটি টীম উপস্থিত ছিলেন ।

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যবিধি লংঘনের দায়ে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন – ২০১৮ অনুযায়ি তাদেরকে জরিমানা করা হয়। সরকার ঘোষিত চলমান স্বাস্থ্যবিধি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।